ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে ওয়ারেনটভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪


আপডেট সময় : ২০২৫-০৪-১২ ১৪:০৩:২৮
কাউখালীতে ওয়ারেনটভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪ কাউখালীতে ওয়ারেনটভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪

 
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা 
 
পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন গাঁজা ব্যবসায়ী সহ ওয়ারেনটভুক্ত মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার দিবাগত রাতে কাউখালী থানার এসআই রাকিব হাসানের নেতৃত্বে উপজেলার আমরাজুরি ইউনিয়নের সোনাকুর গ্রামের রমেশ চন্দ্র মাঝির ছেলে রনজিত চন্দ্রকে গাঁজা সহ গ্রেফতার করে। অপর অভিযানে এসআই জয়দেব ধরের নেতৃত্বে একটি পুলিশ টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামের আনসার আলীর ছেলে মোঃ হিরন (৪৫) ও একই ইউনিয়নের কুমিয়ান গ্রামের শাজাহান জমাদ্দারের ছেলে মোঃ শাহ জালাল (৩০)কে গাঁজাসহ গ্রেফতার করে। পুলিশ এ সময় ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করে যার আনুমানিক মূল্য প্রায় ১০হাজার টাকা।

এছাড়া, একই রাতে উপজেলার শিয়ালকাঠী গ্রামের মাদক মামলার ওয়ারেনটভুক্ত আসামি হাতেম গাজীর ছেলে মোঃ হানিফ (৩৫)কে গ্রেফতার করে।
 
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে ৬৫ গ্রাম গাঁজাসহ আসামীদের গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা হয়েছে।শনিবার(১২ এপ্রিল)কোটে প্রেরণ করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ