ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিক্ষোভ" ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাকায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিক্ষোভ" ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান
নিজস্ব প্রতিবেদক,
আজ ১১ (শুক্রবার) রাজধানী ঢাকায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের উদ্যোগে ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশটি সকাল ১১টায় শুরু হয়। এই কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আইন সচিব অ্যাডভোকেট ইকবাল হাছান।
তিনি বলেন, “ফিলিস্তিনের গাজায় নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে ইহুদিবাদীরা ইতিহাসের জঘন্যতম নিধনযজ্ঞ চালাচ্ছে। নারী-শিশুসহ নিরীহ মুসলমানদের রক্তে ফিলিস্তিনকে ধ্বংসস্তূপে পরিণত করছে।
বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এই বর্বরতা প্রতিহত করতে হলে ইসরায়েলি পণ্য বর্জনের মাধ্যমে জিহাদ শুরু করতে হবে।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী যুবসেনার সিনিয়র সহ-সভাপতি ও ক্যান্সার গবেষক অধ্যাপক ডা. এস. এম. সরওয়ার।
তিনি বলেন, গাজার নিরীহ মুসলমানদের ওপর এ নিধনযজ্ঞ মানবতার বিরুদ্ধে স্পষ্ট অপরাধ। মুসলিম বিশ্বকে এখনই ঐক্যবদ্ধ হয়ে জিহাদের জন্য প্রস্তুত হতে হবে।
‘লাখো শহীদের রক্তের ঋণ, ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘বিশ্ব মুসলিম এক হও, ফিলিস্তিন রক্ষা করো’, ‘ফিলিস্তিনে হামলা কেন? জবাব চাই’—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে জাতীয় প্রেসক্লাব এলাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক।
সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর ইসলামী ফ্রন্ট নেতা কাজী শাহেদ আলম চৌধুরী, কাজী মোহাম্মদ তৈয়ব আলী, অ্যাডভোকেট লিংকন, বুলবুল আহমদ মোমেনশাহীসহ যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ। পুরো কর্মসূচি সঞ্চালনা করেন ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হাকিম।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স