মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: বিশ্বব্যাপী পালিত গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক-এর অংশ হিসেবে ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো জলবায়ু যোদ্ধাদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে ফ্রাইডেস ফর ফিউচার-এর তত্ত্বাবধানে ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)। এতে সহযোগিতা করে ব্রাইটার্স, ইয়ুথ নেট গ্লোবাল, এবং জেলার বিভিন্ন সামাজিক ও যুব সংগঠন।
কর্মসূচির শুরুতেই প্রেসক্লাবের সামনে এক সমাবেশ ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এরপর শতাধিক তরুণ-তরুণী হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও জলবায়ুবান্ধব নানা স্লোগান নিয়ে র্যালি করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ করেন কর্মসূচি।
র্যালিতে অংশগ্রহণকারীরা জলবায়ু ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা হ্রাসের দাবিতে সোচ্চার হন। কর্মসূচিতে বক্তব্য রাখেন, সনাক সভাপতি সত্যবান সেনগুপ্ত, ইয়ুথ নেট গ্লোবালের জেলা সমন্বয়কারী সাজিদ মাহামুদ, পরিবেশকর্মী স্নিগ্ধা ভৌমিক, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক মোঃ শাকিল হাওলাদার রনি, এবং ইয়াস এর সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন রানা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক ২০২৫ ঝালকাঠি অর্গানাইজিং টিমের আহবায়ক এবং ইয়ুথ অ্যাকশন সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম রাব্বি।
বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব ভবিষ্যতের ভয় নয়, এটি এখনকার বাস্তবতা। উপকূলীয় অঞ্চল, কৃষি, স্বাস্থ্য—সবই হুমকির মুখে।”
তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “পরিবেশবান্ধব নীতিমালা প্রণয়ন, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।”
এছাড়াও, কর্মসূচিতে অংশ নেয় ব্রাইটার্স, ইয়ুথ নেট, ক্যাপস, রিনিউ আর্থ, অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), ইয়েস, প্রথম আলো বন্ধুসভা, জেলা কল্যাণ সমিতি, সিটি ক্লাব ও পাঠাগার, রক্ত কনিকা ফাউন্ডেশন, ভিবিডি, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট, স্কাউট, আমরা সবাই রক্তযোদ্ধা, ইয়াস ব্লাড ব্যাংক, ইউনাইটেড ভলান্টিয়ার ফাউন্ডেশন, ইয়াস সাইবার সিকিউরিটি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, এই আন্দোলনের মাধ্যমে তরুণ সমাজ জলবায়ু ন্যায়বিচারের দাবি তুলে ধরছে এবং এক পরিবেশবান্ধব ভবিষ্যতের স্বপ্ন দেখছে, যেখানে নবায়নযোগ্য শক্তির ব্যবহার হবে সর্বোচ্চ অগ্রাধিকার।