পেয়ার আলী
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের কিসমত মৌজায় ১১ই এপ্রিল (শুক্রবার) সকালে জমি নিয়ে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করেন, হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান।
জারির আদেশে বলা হয় দুই পক্ষের আক্রমণাত্বক অবস্থানে রয়েছে, এবং চরম উত্তেজনা বিরাজ করার কারনে যে কোন সময় জানমালের ক্ষয়ক্ষতি আশঙ্কা রয়েছে। সে কারণে জান মাল রক্ষা ও শা'ন্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে গেদুড়া ইউনিয়নের গেদুড়া কিসমত মৌজাস্থ এলাকা ও আটঘরিয়া বাজারে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করেন।
আদেশের পর থেকে ওই এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোন অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোন ধরনের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, ০৫ (পাঁচ) বা তার অধিক সংখ্যক ব্যক্তির একসাথে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। এ আদেশ আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।