আর্থিক অনিয়ম, অসামাজিক, অনৈতিক কর্মকাণ্ড কেলেঙ্কারিতে ফেঁসে গেলেন আনন্দ টিভির (ডি, এনই) প্রশান্ত কুমার দাস
আর্থিক অনিয়ম, অসামাজিক, অনৈতিক কর্মকাণ্ড কেলেঙ্কারিতে ফেঁসে গেলেন আনন্দ টিভির (ডি, এনই) প্রশান্ত কুমার দাস
নিজস্ব প্রতিবেদকঃ
আর্থিক অনিয়ম, চাকুরী প্রলোভন দেখিয়ে নারীদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগে আনন্দ টিভির ডেপুটি নিউজ এডিটর (ডিএনই) প্রশান্ত কুমার দাস কথাকে তার স্বপদ থেকে বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় প্রশান্ত কুমার দাস কথাকে অফিসিয়াল সিদ্ধান্ত মোতাবেক বরখাস্ত করা হয়।
আনন্দ টিভি কার্যালয় সুত্রে জানাগেছে, গত বছর ২৪শে সেপ্টেম্বর ডেপুটি নিউজ এডিটর পদে আনন্দ টিভিতে যোগদান করের প্রশান্ত কুমার দাস কথা। যোগদানের পর থেকে তিনি টিভির মালিক কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে সংবাদ বিভাগে একক ক্ষমতাধর ব্যক্তি বনেযান। শুরু হয় তার চাঁদাবাজী ও অনিয়ম। টিভিতে সংবাদ পাঠিকাদের নিয়োগ নিয়োগ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে অনৈতীক সম্পর্ক গড়ে তোলেন তিনি।
এছাড়া, অনৈতিক সুবিধা নিয়ে অযাচিত ও ভুলভ্রান্তি সংবাদ প্রচার করে বিতর্কের সৃষ্টি করেন তিনি। তার বিরুদ্ধে নিষিদ্ধ ও বিতর্কিত সংগঠন ইসকন সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার বেশ কিছু তথ্য প্রমান কর্তৃপক্ষের হাতে রয়েছে। তিনি ফ্যাসিস্ট সরকারের দোষর ও ইসকন সদস্যদের সংবাদ প্রচার এবং রাষ্ট্র বিরোধী মনা প্রতিনিধি নিয়োগ ও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা প্রতিনিধি
(ইসকন সদস্য) কে জেলা প্রতিনিধি হিসেবে আইডি কার্ড প্রদান করেন। র্যাবের কর্মকর্তা থেকে শুরু করে আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সংবাদের ভয় ভিতী দেখিয়ে চাঁদাবাজীর মতো গুরুত্বর অভিযোগ উঠে আসে জাতীয় গণমাধ্যমে।
এ ছাড়া অফিসের কর্মকর্তাদের সাথে খারাপ আচরন, সিটি রিপোর্টারদের মানষিক চাপ প্রয়
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স