কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত কাঠালিয়া পিজিএস বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে, উপজেলার কাঠালিয়া গোসনতারা নিবাসী অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শিক্ষা অনুরাগী, সমাজসেবক সুলতানা নীলা।
উক্ত প্রতিষ্ঠানটি সুনামের সহিত ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিয়ে আসছেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রছাত্রীরা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে।
নবনির্বাচিত কমিটির সভাপতি সুলতানা নীলা বলেন, আমি প্রতিষ্ঠানকে নিজের প্রতিষ্ঠান হিসেবে দেখি। এখানে আধুনিক মানের ও মানসম্মত শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হইবে। আশা করি ছাত্র-ছাত্রীরা ভালো রেজাল্ট সহ বিভিন্ন পরীক্ষায় শতভাগ পাস করবে। এখানকার শিক্ষক মন্ডলীরা আন্তরিক সহকারে পাঠদান করছেন। আশা করি সকলের প্রচেষ্টায় উক্ত প্রতিষ্ঠানটি জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করতে পারবো ইনশাল্লাহ।