ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে সেনা অভিযান, ৩০টি ডলারের বান্ডিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-০৪-১১ ১৩:৪৯:৩৪
পীরগঞ্জে সেনা অভিযান, ৩০টি ডলারের বান্ডিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার পীরগঞ্জে সেনা অভিযান, ৩০টি ডলারের বান্ডিলসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

 
 
মোস্তফা মিয়া পীরগঞ্জ রংপুর প্রতিনিধি ঃ
 
রংপুরের পীরগঞ্জে সেনা বাহিনীর বিশেষ অভিযানে, ৩০ লক্ষ ডলারের ৩০ টি বান্ডিল সহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার হয়েছে। 
 
জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে- গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী- এক বিশেষ অভিযান চালিয়ে, পীরগঞ্জ পৌর এলাকার বাস স্ট্যান্ডের মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে, প্রতারক চক্রের ৩ সদস্যকে - এক লক্ষ ডলার সমমূল্যের ৩০ টি বান্ডিল, এবং দেশীয় কিছু অস্ত্রসহ গ্রেফতার করেছে।
 
গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদস্যরা হলো, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার, ৪ নম্বর সাহা পাড়া ভবানীপুর ইউনিয়নের কাশেম মন্ডলের পুত্র আনছার আলী (৫০),একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মুনছুর আলীর পুত্র লিচু মিয়া (৩৮) এবং বুজরুগ (পাটামোচা) গ্রামের মমিনুর রহমানের স্ত্রী শিল্পী বেগম (৩০)। 
 
বর্ণনা মতে, প্রতারক চক্রের সদস্যরা-সাদা কাগজ কেটে বান্ডিল বানিয়ে দুই পার্শে দুটি ডলার বসিয়ে ত্রিশটি ১০০ ডলারের বান্ডিল তৈরি করে। যে বান্ডিল গুলোর মাঝখানে শুধুমাত্র সাদা কাগজ । 
 
এ ব্যাপারে পীরগঞ্জ থানায় প্রতারক চক্রের সদস্যদের নামে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। 
 
কিছু সুধীজনের বক্তব্য হাট- বাজার দোকানপাটে আলোচনা করছেন, বাংলাদেশ সেনাবাহিনী যদি ছয়টি মাস, মাঠ পর্যায়ে অভিযান চালায় তাহলে চোর  ডাকাত বাটপার গুন্ডা মানুষকে হয়রানি করা কিছু দালালও খুন ঘুম জঙ্গিরা সহ। সব ধরা পড়ে যাবে। এই প্রত্যাশা করছেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ