ব্রাহ্মণপাড়ায় একাধিক ডাকাতি মামলার আসামি ভুট্টু ডাকাত গ্রেপ্তার
আপডেট সময় :
২০২৫-০৪-১০ ২৩:২৫:০৮
ব্রাহ্মণপাড়ায় একাধিক ডাকাতি মামলার আসামি ভুট্টু ডাকাত গ্রেপ্তার
মোঃ অপু খান চৌধুরী। ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে দুলালপুর ইউনিয়নের গোপালনগর (কুড়েরপাড়) এলাকা থেকে আবু ইউসুফ ভুট্টু ডাকাতকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল (৯ এপ্রিল) বুধবার রাতে ব্রাহ্মণপাড়া থানার এস আই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আবু ইউসুফ ভুট্টু দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকার মৃত্যু জহিরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে ২ টি ডাকাতি মামলাসহ ব্রাহ্মণপাড়া থানায় চুরি ছিনতাই দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি আবু ইউসুফ ভুট্টু।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত আবু ইউসুফ ভুট্টু বিরুদ্ধে ডাকাতি মামলা সহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স