ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীর পায়রাকুঞ্জের জমি অধিগ্রহনের টাকা আত্মসাৎ কারীদের বিচারের দাবীতে মানববন্ধন


আপডেট সময় : ২০২৫-০৪-১০ ২১:২৩:১৮
পটুয়াখালীর পায়রাকুঞ্জের জমি অধিগ্রহনের টাকা আত্মসাৎ কারীদের বিচারের দাবীতে মানববন্ধন পটুয়াখালীর পায়রাকুঞ্জের জমি অধিগ্রহনের টাকা আত্মসাৎ কারীদের বিচারের দাবীতে মানববন্ধন

 
পটুয়াখালী প্রতিনিধি মনজুর মোর্শেদ তুহিন 
 
পটুয়াখালীর পায়রাকুঞ্জে নির্মানাধীন ব্রিজের দুই পাড়ের অধিগ্রহনকৃত জমি এলএ শাখার সার্ভেয়ার আসাদ এর সহযোগীতায় প্রতারক আকাব্বার ভুঁইয়া ভুয়া কাগজপত্র দলিল তৈরী করে কোনরূপ যাচাই-বাছাই ছাড়াই জাল জালিয়াতির রিপোর্ট তৈরী করে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করার প্রতিবাদে ও প্রতারকচক্রদের আইনের আওতায় এনে শাস্তি এবং আত্মসাতকৃত টাকা ফেরত পাওয়ার দাবীতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী  একাধিক পরিবার ও তাদের সদস্যরা। 
 
আজ বৃহষ্পতিবার (১০ এপ্রিল) বিকাল সাড় ৪ টায় পায়রাকুঞ্জের মির্জাগঞ্জ পাড়ের ফেরিঘাট এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালনকালে বক্তৃতায় ও সাংবাদিকদের সাক্ষাতের সময় শাহ আলম ভুঁইয়া বলেছেন, তাদের বংশের আকাব্বার ভুঁইয়া তার (শাহা আলম ভুঁইয়া)  ভাজনা মনোহরখালী মৌজার জেএল নং- ৩৫ এর ১৮৩,১৮৫  নং দাগের জমি এলএ শাখার সার্ভেয়ার আসাদের যোগসাজছে ও সহযোগীতায় সাড়ে ৬ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন।

এসময় অপর ক্ষতিগ্রস্থ মজনু মৃধা বলেন, তার ১২২ খতিয়ানের ১৫০ নং দাগের ৩ শতাংশ জমির টাকা উত্তোলন করেছেন আকাব্বার ভুঁইয়া ও উল্লেখিত সার্ভেয়ার আসাদ।

একই সময় সাংবাদিকদের সাথে সাক্ষাতকারে রেহেনা বেগম জানান, অধিগ্রহনের আগে আকাব্বার ভুঁইয়া কাছ থেকে ক্রয়কৃত (খতিয়ান ৬০ ও ৬৩  এর ১৮৪ দাগ) এর ৬ শতাংশ জমি  জাল জালিয়াতি করে টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন আকাব্বার ভুঁইয়া ও সার্ভয়ার আসাদ। এ ছাড়া মানববন্ধনকালে অনুরূপ অভিযোগ করেছেন, ছত্তার হাওলাদার, রশিদ ভুঁইয়া, মোসলেম হাওলাদার, রাসেল আকন, সোবাহান আকনসহ অন্যান্য ক্ষতিগ্রস্থরা।

মানববন্ধনে অংশগ্রহনকারী ছত্তার হাওলাদারসহ একাধিকজন জানান, ইতিপূর্বে জাল জালিয়াতির অভিযোগে (মামলা নং-২৭৭/২৩) আকাব্বার ভুঁইয়া ৬ মাস জেল খেটেছেন।

ভুক্তভোগিরা এ অপকর্মের প্রতিবাদ করলে আকাব্বার ভুঁইয়া মিথ্যা মামলা দিয়ে হয়রানীসহ বিভিন্নধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে বলেও জানান, ক্ষতিগ্রস্থরা। তারা উক্ত প্রতারকদ্বয়ের বিচার ও প্রতারকচক্রের উত্তোলনকৃত টাকা ফেরত দাবী করেন।

এ ব্যাপারে সার্ভেয়ার আসাদ ও আকাব্বার ভুঁইয়ার মুঠো ফোনে একাধিকবার ফোন করলে, ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য দেয়া সম্ভব হয়নি।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ