ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বদরগঞ্জে ভয়াবহ যানযটের অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা, দেখার কেউ নেই।


আপডেট সময় : ২০২৫-০৪-১০ ১৯:২৮:৫২
বদরগঞ্জে ভয়াবহ যানযটের অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা, দেখার কেউ নেই। বদরগঞ্জে ভয়াবহ যানযটের অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা, দেখার কেউ নেই।



 
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর, রংপুরের বদরগঞ্জ উপজেলার পৌরশহরে বিভিন্ন সড়কে ভয়াবহ যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা ও সাধারণ পথচারীরা।
 
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল থেকে বদরগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক, বাসস্ট্যান্ড, রেলগেট, হকসাহেব মোড়, কেন্দ্রীয় মসজিদ সামনে, হাসপাতাল সড়ক, মিতারোড সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা।তারা কেন্দ্রে পরীক্ষা শুরুর  ১০ মিনিট পরও প্রবেশ করছেন।

এতে তাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। রায়হান হাবিব নামে এক এসএসসি পরীক্ষার্থী তিনি বলেন,আমার বাসা কালুপাড়ার ইউনিয়ন গুটিরডাঙ্গা এলাকায়। আমার বাসা থেকে পরীক্ষা কেন্দ্র মাত্র ২০ মিনিটের দুরত্ব। কিন্তু যানযটের কারনে আমাকে ১ঘন্টা লেগেছে যেতে পরীক্ষা কেন্দ্রে। 
 
পৌরশহরে সরজমিন ঘুরে দেখা যায়, কেন্দ্রীয় মসজিদ সামনে ও হকসাহেবের মোড় ভয়াবহ যানযট দেখা যায়।যানযট  এর কারন যত্রতত্র ইজিবাইক পার্কিং, অটো চার্জার ভ্যান ও রিক্সা যেখানে সেখানে দাঁড় করানো।এছাড়াও পৌরশহরে সব ফুটপাতগুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে যাওয়া যানযট নাকাল হয়ে পড়ছে পৌরবাসী।
 
সিরাজুল ইসলাম নামে এক  অভিভাবক জানান, নির্ধারিত সময়ের অনেক আগে বাসা থেকে বের হলেও যানজটের কারণে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেতে হয়েছে।
 
এছাড়াও, যানজটে আটকে ছিলেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্স, অফিসগামী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
 
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, শহরের রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং, ফুটপাত দখল, বাজারের ভীড় এবং ট্রাফিক ব্যবস্থাপনার অভাবের কারণে প্রতিদিনই যানজট লেগে থাকে।বদরগঞ্জ পৌরসভার নাগরিকরা দ্রুত যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন ও ট্রাফিক বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন।
 
এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খুব শীঘ্রই যানজট নিরসনে উদ্যােগ নেওয়া হবে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ