ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার কৃষকদের হাতে তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা


আপডেট সময় : ২০২৫-০৪-১০ ১৫:০২:৩৭
কাউখালীতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার কৃষকদের হাতে তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউখালীতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার কৃষকদের হাতে তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

 
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। পিরোজপুরের কাউখালীতে ২ হাজার দুইশত কৃষকদের হাতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার তুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। 
 
 বৃহস্পতিবার ১০ এপ্রিল বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে ২০২৪/২০২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ২ হাজার দুইশত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা মধ্যে রয়েছে ধানের বীজ ও রাসায়নিক সার।
 
এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানি দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান,
সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার।

এ সময় বিভিন্ন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ