ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলের ভূঞাপুরে এসএসসি পরীক্ষা দিচ্ছেন প্রায় ৪ হাজার শিক্ষার্থী


আপডেট সময় : ২০২৫-০৪-১০ ১৪:২১:০২
টাঙ্গাইলের ভূঞাপুরে এসএসসি পরীক্ষা দিচ্ছেন প্রায় ৪ হাজার শিক্ষার্থী টাঙ্গাইলের ভূঞাপুরে এসএসসি পরীক্ষা দিচ্ছেন প্রায় ৪ হাজার শিক্ষার্থী






মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ ২০২৫ সালে অনুষ্ঠিতব্য ১০ এপ্রিলে এসএসসি ও সমমান পরীক্ষায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় প্রায় ৪ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

এর মধ্যে এসএসসিতে ২ হাজার ২৩৮ জন, দাখিলে ৪৭৩, এসএসসি (ভোকেশনাল) ১ হাজার ৫৮ এবং ভোকেশনাল (দাখিল) ১৯ জন।

বুধবার (৯ এপ্রিল) মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান এ তথ্য জানান।

উপজেলায় ৭টি কেন্দ্রে ও ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মধ্যে এসএসসিতে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬১২ ছাত্র ও ৫৭০ জন ছাত্রী, নিকরাইল রাণী দিনমণি উচ্চ বিদ্যালয়ে ৩৪৯ জন ছাত্র ও ২৭৯ ছাত্রী, ফলদা রামসুন্দর উচ্চ বিদ্যালয়ে ২২৫ জন ছাত্র ও ২০৩ জন ছাত্রী। দাখিলে ইবরাহীম খাঁ সরকারি কলেজ ভ্যেনুতে ২৭৩ জন ছাত্র ও ২০০ জন ছাত্রী। এসএসসি ভোকেশনালে মনিরুজ্জামান বিএম কলেজ কেন্দ্রে ২৬৬ জন ছাত্র ও ২০ জন ছাত্রী, নিকরাইল বেগম মমতাজ ফকির বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ১৯৬ জন ছাত্র ও ১০৩ জন ছাত্রী এবং দাখিল ভোকেশনাল মনিরুজ্জামান বিএম কলেজ কেন্দ্রে ১৪ জন ছাত্র, ৫ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন জানান, বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং পরীক্ষা কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি থাকবে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ