টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলণের দায়ে ৭ জনকে কারাদণ্ড, ৪ টি ভেকু জব্দ
আপডেট সময় :
২০২৫-০৪-১০ ১৪:০৭:০৪
টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলণের দায়ে ৭ জনকে কারাদণ্ড, ৪ টি ভেকু জব্দ
মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভুঞাপুরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলণের দায়ে ৭ জনকে আটক করে যৌথবাহিনী। পরে আটককৃতদের মধ্যে ৫ জনকে ১ মাস করে কারাদণ্ড ও ২ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।
বুধবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার সিরাজকান্দি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সিরাজকান্দি গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে বাদশা মিয়া (৩৬), একই গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. আক্তার (৩৬), মৃত হাবিবুর রহমানের ছেলে মো. সুমন (৩০), মৃত জালাল উদ্দীনের ছেলে দিলদার হোসেন (৬০), একই গ্রামের ওসমান (৪০) ও আবুল কাশেম (৪৮) এবং পলশিয়া গ্রামের মৃত অহম আলীর ছেলে বেলাল হোসেন (৩৫)।
জানা গেছে, যমুনা ক্যান্টনমেন্ট সংলগ্ন যমুনা নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলণ করে ট্রাকযোগে বিক্রি করছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এতে বালু উত্তোলণে জড়িত ৭ জনকে আটক করা হয়।
এসময় ২৮ হাজার ৮৫০টাকা ও ৪টি ভেকু জব্দ করা হয়।
ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলণ বন্ধে অভিযান পরিচালনা করে ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। পরে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স