ঢাকা , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১.১৯০ কেজি ভারতীয় হেরোইন উদ্ধার


আপডেট সময় : ২০২৫-০৪-০৯ ২৩:১৮:৩৭
​কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১.১৯০ কেজি ভারতীয় হেরোইন উদ্ধার ​কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১.১৯০ কেজি ভারতীয় হেরোইন উদ্ধার


রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি,
কুষ্টিয়ার মিরপুরে ৪৭ বিজিবির অভিযানে ১.১৯০ কেজি ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৯ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার পোড়াদহ রেলওয়ে ষ্টেশনে রাজশাহী হতে খুলনাগামী ‘‘কপোতাক্ষ এক্সপ্রেস” ট্রেনে অভিযান চালিয়ে এ মাদক উদ্ধার করা হয়েছে। 

জানা গেছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার পৌনে ৫ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সুবেঃ নিজাম শিকদার এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল পোড়াদহ রেলওয়ে ষ্টেশনে রাজশাহী হতে খুলনাগামী ‘‘কপোতাক্ষ এক্সপ্রেস” ট্রেনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১.১৯০ কেজি হেরোইন উদ্ধার করেছে, যার আনুমানিক মূল্য ২৩ লক্ষ ৮০হাজার টাকা।

উদ্ধারকৃত মাদক এর বিষয়ে বিধি মোতাবেক পোড়াদহ রেলওয়ে ষ্টেশন থানায় জিডি করা রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)'র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ