নিজস্ব প্রতিবেদক,
রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে চোরাই মোবাইল ফোন, ল্যাপটপ, ও ইলেকট্রনিক সামগ্রীসহ সংঘবদ্ধ চোরচক্রের ০১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে চোরাই মোবাইল ফোন, ল্যাপটপ, ও ইলেকট্রনিক সামগ্রীসহ সংঘবদ্ধ চোরচক্রের মোঃ ইসমাইল ওরফে মানিক (৩০)’কে গত ০৭ এপ্রিল ২০২৫ ইং তারিখে গ্রেপ্তার করেছে র্যাব-২। উদ্ধার করা হয় ০২ টি ল্যাপটপ, ৩৮টি স্মার্ট মোবাইল, ০১টি বাটন মোবাইল ও ০৬টি আইএমইআই পরিবর্তন ডিভাইস।
গত ০৭ এপ্রিল ২০২৫ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- জানতে পারে যে, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চোরাই মোবাইল নিজেদের হেফাজতে রেখে আইএমইআই পরিবর্তন করে বিক্রয়ের উদ্দ্যেশে অবস্থান করছে একটি চক্র।
উক্ত চোরাই মোবাইল উদ্ধারে মোহাম্মদপুর থানা এলাকায় র্যাব- গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, উক্ত এলাকায় র্যাব- এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ০১ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দোকান হতে ০২ টি ল্যাপটপ, ৩৮টি স্মার্ট মোবাইল, ০১টি বাটন মোবাইল ও ০৬টি আইএমইআই পরিবর্তন ডিভাইস উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি জানায় যে, সে একটি সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের সদস্য সে রাজধানীর বিভিন্ন এলাকা হতে চোরাই মোবাইল ফোন, ল্যাপটপ, ও ইলেকট্রনিক সামগ্রী স্বল্প মূল্যে ক্রয় করে অধিক মূল্যে বিক্রয় করে আসছে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব- এধরনের অভিযান অব্যাহত রাখবে।
উপরোক্ত বিষয়ে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।