রংপুর সিও বাজার এলাকা হতে ০১ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করেছে র্যাব-
রংপুর সিও বাজার এলাকা হতে ০১ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করেছে র্যাব-
নিজস্ব প্রতিবেদক,
রংপুর সিও বাজার এলাকা হতে ০১ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করেছে র্যাব-।
‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের রিরুদ্ধে নিয়মিত অভিযান করে আসছে।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব- সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল কর্তৃক অদ্য ০৯ এপ্রিল ২০২৫ তারিখ ১০.০০ ঘটিকায় রংপুর মহানগরীর হাজীরহাট থানার জিআর নং-৮৮/২১ মূলে ০১ বছর ০৬ মাসের সশ্রম সাজাপ্রাপ্ত পরোয়ানায় পলাতক আসামীকে রংপুর সিও বাজার এলাকা হতে অভিযান পরিচালনা করে আসামী মোঃ নূর আমিন (৩২), পিতা-মোঃ আমজাদ হোসেন, সাং-উত্তম (মাষ্টার পাড়া), থানা-হাজীরহাট, আরপিএমপি, রংপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স