রাজশাহী মহানগরীর একটি হাসপাতালে অবহেলাজনিত কারণে এক নারী রোগীর মৃত্যু’র অভিযোগ
আপডেট সময় :
২০২৫-০৪-০৯ ২১:৪১:৩০
রাজশাহী মহানগরীর একটি হাসপাতালে অবহেলাজনিত কারণে এক নারী রোগীর মৃত্যু’র অভিযোগ
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে অবহেলাজনিত কারণে বেনু বেগম (৬৫) নামের একজন রোগীর মৃত্যু অভিযোগ উঠেছে। বুধবার সকাল ১০টায় মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর মোড়ে অবস্থিত মঞ্জু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ওই রোগীর মৃত্যু হয়।
নিহত বেনু বেগম (৬৫), তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন মথুরডাঙ্গা এলাকার মৃত বশির আহম্মেদ স্ত্রী।
রোগীর স্বজনরা জানায়, মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টা ৩৫ মিনিটে পায়ের অপারেশন করার জন্য ওই রোগী মঞ্জু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্জারী ডাক্তার মোঃ হাবিবুল হাসানের তত্ববধানে ভর্তি হন।
এদিন রাতেই উক্ত রোগীর অপারেশন হয়। বুধবার সকালে হঠাৎ রোগীর শ্বাসকষ্ট শুরু হলে রুগীর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও তারা কোন অক্সিজেনের ব্যবস্থা করেনি। ফলে রোগী তৎক্ষণাৎ মারা যান বলে দাবি করছেন রোগীর স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে রাজপাড়া থানা পুলিশ ওই ডায়াগনস্টিক সেন্টারের উপস্থিত হন।
এছাড়াও, রাজশাহী মহনগর যুবদলের যুগ্ম আহ্ধসঢ়, বায়ক নাজির আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রোগীর স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে নিয়ে সমঝোতার বিষয়টি দৃষ্টি গোচর হয়েছে বলে জানায় এ প্রতিবেদক। তবে মঞ্জু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সার্জারী ডাক্তার মোঃ হাবিবুল হাসানের যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি সাক্ষাৎ দেননি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স