নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ০৮ জন আসামী র্যাব- কর্তৃক গ্রেফতার।
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ০৮ জন আসামী র্যাব-১০ কর্তৃক গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক,
নড়াইলের হাসিম মোল্যা হত্যা মামলার ০৮ জন আসামী র্যাব- কর্তৃক গ্রেফতার।
গত ১৫/০৩/২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৯:০০ ঘটিকার সময় নড়াইলের কালিয়া থানার সিলিমপুর গ্রামে ঠান্ডু মোল্যা গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জনি মোল্যা গ্রুপের উপর হামলা করে। এতে জনি মোল্যা গ্রুপের হাসিম মোল্যা (৩৮)’কে গুরুতর রক্তাক্ত জখম অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পরবর্তীতে ডিসিস্টের পিতা বাদী হয়ে নড়াইলের কালিয়া থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ১৪, তারিখ- ১৯/০৩/২০২৫, ধারা- ১৪৩/৪৪৭/ ৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড, ১৮৬০। বর্ণিত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব- ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব- এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৯/০৪/২০২৫ তারিখ রাত আনুমানিক ১৩:০০ ঘটিকায় র্যাব- এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর শাহবাগ, পল্টন ও বংশাল এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় আসামী ১। মো: নুর ইসলাম @ রিপন মোল্যা (৪৫), পিতা- ইসরাইল মোল্যা, সাং- ভোমবাগ, ২। আজাদ মোল্যা (৬২), পিতা- মৃত মুনসুর মোল্যা, সাং- চালিতাতলা, ৩। মো: সাব্বির মোল্যা (২৫), পিতা- মো: নুর ইসলাম @ রিপন মোল্যা, সাং- ভোমবাগ, ৪। মো: ইমরুল মোল্যা (৩৫), পিতা- মো: নজির মোল্যা, সাং- চরমচন্দপুর, ৫। মো: মফিজুল মোল্যা (৩৫), পিতা- মৃত খোকা মোল্যা, সাং- মচন্দপুর, ৬। বিকাশ মোল্যা (৪৪), পিতা- আফছার মোল্যা, সাং- সিলিমপুর, ৭। মো: ইয়াছিন মোল্যা (৩০), পিতা- রেজাউল মোল্যা, সাং- সিলিমপুর ও ৮। মো: রেজা মোল্যা (৩০), পিতা- মো: জাফর মোল্যা, সাং- সিলিমপুর সর্ব থানা- কালিয়া, জেলা- নড়াইল’গণকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম পক্রিয়াধীন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স