সাভারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল কাইয়ুম হত্যা মামলার এজাহারনামীয় আসামী আমির গ্রেফতার করেছেন র্যাব-
সাভারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল কাইয়ুম হত্যা মামলার এজাহারনামীয় আসামী আমির গ্রেফতার করেছেন র্যাব-
নিজস্ব প্রতিবেদক,
সাভারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আব্দুল কাইয়ুম হত্যা মামলার এজাহারনামীয় আসামী আমির (৪০) মুন্সীগঞ্জের সিরাজদিখানে র্যাব- কর্তৃক গ্রেফতার।
গত ০৫/০৮/২০২৪ তারিখ দুপুর অনুমান ১৪:৪০ ঘটিকার সময় ঢাকা জেলার সাভার মডেল থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীরা দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ধাওয়া করে আন্দোলনকারীদের পিটিয়ে আহত করে এবং আগ্নেয়াস্ত্র দ্বারা এলোপাথারী গুলি করে। ঐ সময় আসামীদের এলোপাথারী একটি গুলি কুমিল্লা বিশ্ববিদ্যালয় পড়ুয়া আব্দুল কাইয়ুম (২৫) এর পেটে লেগে রাস্তায় লুটিয়ে পরে। পরবর্তীতে ভিকটিম আব্দুল কাইয়ুমকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
উক্ত ঘটনায় ডিসিস্টের মা বাদী হয়ে ঢাকার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ১৩, তারিখ- ২৫/০৮/২০২৪ খ্রি., ধারা- ১৪৭/১৪৮/১৪৯/৩০২/১০৯/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব- ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব- এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৯/০৪/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৫:০০ ঘটিকায় র্যাব- এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ আমির হোসেন (৪৮), পিতা- মৃত আহেদ আলী মাতবর, সাং- বেদেরপাড়া, বক্তারপুর, থানা- সাভার মডেল, জেলা- ঢাকা’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স