গাজায় ইসরায়েলী যুদ্ধ বন্ধের দাবিতে গৌরীপুরে বিক্ষোভ
আপডেট সময় :
২০২৫-০৪-০৯ ২০:১৯:৩৭
গাজায় ইসরায়েলী যুদ্ধ বন্ধের দাবিতে গৌরীপুরে বিক্ষোভ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা। বুধবার দুপুরে সংস্থাটির উপজেলা কমিটির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি গৌরীপুর পৌর শহরের পাটবাজার মোড় থেকে শুরু হয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে মধ্যবাজার কৃষ্ণচূড়া চত্বরে এসে শেষ হয়। ‘নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’ ‘আমি কে তুমি কে ফিলিস্তিন ফিলিস্তিন’ ‘বাংলাদেশে চলবে না ইসরায়েলী পণ্য’ ‘বয়কট বয়কট, ইসরায়েলী পণ্য বয়কট’ শ্লোগান দেন মিছিলকারীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার উপজেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ রহমান, সদস্য প্রদীপ সরকার রানা, নিতীশ কুমার পন্ডিত অপু, নন্দ গোপাল পাল, সেন্টু সরকার, শ্যামল চন্দ্র সরকার, সংস্থার নারী শাখার আহবায়ক সখিনা আক্তার বালা, সদস্য সচিব মনোয়ারা হায়াতী মিলি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদের মদদে ইসরায়েল ফিলিস্তিন-এর গাজায় সাধারণ মানুষের উপর ইতিহাসের নিকৃষ্টতম ও নৃশংসতম হত্যাকান্ড সংগঠিত করছে, যা গাজায় মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে ও মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই যুদ্ধ অচিরেই থামানোর জন্য জাতিসংঘসহ পরাশক্তির দেশগুলোর প্রতি আহবাণ জানান তারা।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স