ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​হিজলায় নদী খনন করে লঞ্চঘাট সচল করার দাবীতে মানববন্ধন।


আপডেট সময় : ২০২৫-০৪-০৯ ২০:০৭:১৮
​হিজলায় নদী খনন করে লঞ্চঘাট সচল করার দাবীতে মানববন্ধন। ​হিজলায় নদী খনন করে লঞ্চঘাট সচল করার দাবীতে মানববন্ধন।


হিজলা প্রতিনিধিঃ ​বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী তুলাতুলি মৌলবিরহাট লঞ্চঘাট মেঘনার শাখা নদী খনন করে লঞ্চঘাট সচ্ছল ও নৌ-যান চলাচলা স্বাভাবিক করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার বেলা ৪ টার সময় উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মৌলভীহাট লঞ্চঘাট সংলগ্ন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরজমিনে গিয়ে দেখা যায় মেঘনার শাখা নদীতে নাব্যতা সৃষ্টিতে নৌ-যান চলাচল ব্যাহত হয়।

তাই বি আই ডাব্লিউটি এর অধীনে নদী খননের উদ্যোগ গ্রহন করেন, তারই প্রতিবাদে গত ৪ ই এপ্রিল ড্রেজিংয়ের বিরুদ্ধে স্থানীয় জনগনের একাংশ নদী ভাঙ্গনের আশংকায় একটি মানববন্ধন করে, এ সংবাদে গুয়াবাড়িয়া ইউনিয়নের সাধারন জনগনের ব্যানারে স্থানীয় লোকজন লঞ্চঘাট সচ্ছল ও নৌ-যান চলাচল স্বাভাবিক রাখার জন্য এ মানববন্ধন কর্মসূচী পালন করেন।

স্থানীয় দুটি পক্ষ ড্রেজিং প্রকপ্ল নিয়ে শক্ত অবস্থান নিয়েছে, তবে সচেতন মহল দাবী করেন নৌপথ খনন নিয়ে মূল রহস্য, তা হচ্ছে বালু।নদী খননে যে বালু উত্তোলন হবে তা নদীর কিনারায় ভরাট করলে বৃষ্টিতে বালু থাকবে না।তাই অন্যত্র রাখার পরিকল্পনা করেন।

এ নিয়ে দুটি পক্ষ পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচী পালন করেন। 




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ