মাদক মামলার এজাহারনামীয় আসামী ওহিদুল প্যাদা রাজধানীর কদমতলী হতে গ্রেফতার।
মাদক মামলার এজাহারনামীয় আসামী ওহিদুল প্যাদা রাজধানীর কদমতলী হতে গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক,
মাদক মামলার এজাহারনামীয় আসামী ওহিদুল প্যাদা (৩০) র্যাব-১০ কর্তৃক রাজধানীর কদমতলী হতে গ্রেফতার।
গতকাল ০৮/০৪/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৪.৩০ ঘটিকায় র্যাব- এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর কদমতলী থানাধীন জাপানি বাজার চৌধুরী কমিউনিটি সেন্টারের সামনে একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পটুয়াখালী জেলার গলাচিপা থানার মামলা নং- ০৯, তারিখ- ১১/০২/২০২৫খ্রি., ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর এজাহারনামীয় পলাতক আসামী মোঃ ওহিদুল প্যাদা (৩০), পিতা- মৃত হেলাল প্যাদা, সাং- মাঝগ্রাম, থানা- গলাচিপা, জেলা- পটুয়াখালী’কে গ্রেফতার করে।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামী বেশ কিছুদিন যাবৎ অর্থের যোগান দিয়ে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৪ টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স