ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু হত্যাকান্ডে মামলায় আটক তিন।


আপডেট সময় : ২০২৫-০৪-০৯ ০২:২৯:৫৫
বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু হত্যাকান্ডে মামলায় আটক তিন। বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু হত্যাকান্ডে মামলায় আটক তিন।


 
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 
 
রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। গতকাল  সোমবার সকালে নিহত বিএনপি নেতার  লাভলু সরকারের ছেলে রায়হান কবীর বাদী হয়ে বদরগঞ্জ থানায় মামলাটি করেন।নিহত লাভলু উপজেলা মধুপুর ইউনিয়ন বিএনপির সমাজ কল্যান বিষয় সম্পাদক ছিলেন।
 
মামলায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক ওরফে মানিক (৫০), তাঁর ছেলে তানভীর আহম্মেদ ওরফে তমাল (৩২), বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সারোয়ার জাহান ওরফে মানিকসহ (৫৫) ১২ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে।
 
 
এ ঘটনায় পুলিশ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদের রাজারামপুর পাইটকাপাড়া গ্রামের মো. মোরসালিন (৩১) ও বদরগঞ্জ পৌরসভার জামুবাড়ী চাঁদকুঠিরডাঙ্গা গ্রামের হাবিবুর রহমান মন্ডল ওরফে হৃদয় (১৯)।জামুবাড়ি সর্দার পাড়া গ্রামের মসিউর রহমান ছেলে রোহান।  গত তিন দিনে  রাতে অভিযান চালিয়ে  তাঁদের নিজ বাড়ি থেকে আটক করে যৌথবাহিনী। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
 
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বদরগঞ্জ শহীদ মিনারের পাশে ইসতিয়াক হোসেনের একটি দোকানঘর রয়েছে। জাহিদুল হক নামের এক ব্যক্তি দোকানটি ভাড়া নিয়ে সেখানে ঢেউটিনের ব্যবসা করে আসছিলেন। এই দোকানকে কেন্দ্র করে ইসতিয়াক হোসেনের সঙ্গে ভাড়াটে জাহিদুল হকের লোকজনের মধ্যে ৪ এপ্রিল পাল্টাপাল্টি ধাওয়া হয়। এরপর দোকানটি তালাবদ্ধ ছিল। গত শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির সক্রিয় কর্মী লাভলু সরকারকে সঙ্গে নিয়ে ইসতিয়াক বাবু শহীদ মিনারের পাশে যান। তখন আসামিরা ছোরা, রামদা, হাসুয়া, চাপাতি ও লোহার রড নিয়ে অতর্কিত তাঁদের ওপর হামলা করেন। এতে মাথায় ছুরিকাঘাতে লাভলু সরকার মারা যান।
 
 
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, ওই হত্যা মামলায় গ্রেপ্তার মোরসালিন এজাহারনামীয় আসামি এবং হাবিবুর রহমান মন্ডলকে ভিডিও ফুটেজ দেখে ওই ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।
 
বদরগঞ্জ পৌর শহরে গত শনিবার দুপুরে বদরগঞ্জ শহীদ মিনারের পাশে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত হন স্থানীয় বিএনপি কর্মী উপজেলার মধুপুর কালজানি গ্রামের লাভলু সরকার (৫০)। ওই ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপি ও যুবদলের আট নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ