ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মুলাদীতে ইসলামীয়া মাদ্রাসার শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান


আপডেট সময় : ২০২৫-০৪-০৯ ০২:১৩:১৭
মুলাদীতে ইসলামীয়া মাদ্রাসার শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মুলাদীতে ইসলামীয়া মাদ্রাসার শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান



মুলাদী প্রতিনিধিঃ বরিশালের মুলাদী পৌরসভার প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত মুলাদী ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ২০২৫ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে গতকাল ৮ এপ্রিল আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে। মুলাদী ইসলামীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি মো. ইব্রাহিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, মুলাদী উপজেলা হাসপাতালের কর্মকর্তা ডা. সাইয়েদুর রহমান, মুলাদী সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা, মুলাদী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুুপার তারেক আমান বান্না, মুলাদী থানা অফিসার ইনচার্জ মো. জহিরুল আলম, মুলাদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন, গভর্ণিং বডির সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম খান (অভি)।

মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. রফিকুল ইসলাম ঢালীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. আবু সালেহ, সেক্রেটারী ও মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য মাও. মোরশেদ আলম, মাদ্রাসার প্রিন্সিপাল মাও. হারুনুর রশিদ, ভাইস প্রিন্সিপাল মাও. ইসমাঈল হোসেন, মুলাদী উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাস্টার আতাহার হোসেন, বিএনপির পৌরসভার সাবেক সভাপতি আ. রব খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যক্ষ আব্দুল্লাহ আহাদ, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. হুমায়ুন হোসেন, পৌরসভা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম ঢালী, দারুল হিকমা মাদ্রাসার অধ্যক্ষ আল-ফাহমি প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক আলহাজ্ব আলী আজম খান, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব শাহজাহান হাওলাদার, মাদ্রাসার গভর্ণিং বডির সদস্য মো. জিয়াউল হক টিটু, আবুল কালাম মাঝি, ইসমাইল হোসেন খান, সাবেক সদস্য ব্যবসায়ী কামাল হাওলাদার, মোস্তাফিজুর রহমান (লিটন)সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি মো. ইব্রাহিম খান প্রধান অতিথির কাছে দাবী জানান, মাদ্রাসার গেট সংস্কার, মাদ্রাসার মাঠ ভরাট ও মাদ্রাসার পশ্চিম দিকের দেয়াল দেয়ার জন্য প্রয়োজনে মাদ্রাসার কমিটির পক্ষ থেকেও সহযোগিতা করবে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমার সাধ্যমত আপনাদের দাবী পুরণ করার চেষ্টা করবো। পরীক্ষার ভালো ফলাফলের মাধ্যমে সকলের যেন স্থান করে নিতে পারেন। শিক্ষার্থীরা তোমাদের ভালো ফলাফলেই মাদ্রাসার  সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে। পরীক্ষার হলে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবে। পরীক্ষার হলে কোন অসুদুপায় অবলম্বন করতে দেয়া হবে না। ভালোভাবে পরীক্ষা দিয়ে মাদ্রাসার সুনাম অক্ষুন্ন রাখবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ