ঢাকা , বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

​রাজস্থলীতে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৪-০৮ ২৩:৪৬:৪৬
​রাজস্থলীতে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত ​রাজস্থলীতে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত




মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী 

আগামী পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে রাজস্থলী  উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে রাজস্থলী  উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন,
রাজস্থলী  উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব কান্তি রুদ্র। এতে উপজেলা কৃষি ও সম্প্রসারণ কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবর পরিকল্পনা কর্মকর্তা সীবলী শফিউল্লাহ, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, উপজেলা জামায়েতের আমির মাওলানা ফরিদুল হক, প্রথমিক শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন দপ্ততরের কর্মকর্তা ও শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের লোকজন আলাদা ব্যানারে মঙ্গল শোভাযাত্রায় যোগদান করবেন  এবং বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহি সাংস্কৃতিক অনুষ্ঠান সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও, অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও মঙ্গল শোভাযাত্রায় কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পহেলা বৈশাখকে শান্তিপূর্ণ ও বর্ণাঢ্যভাবে উদযাপন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ