এস কে মিন্টু, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে কিসমত ছৈলাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০ টায় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম খোকন।
সহকারী শিক্ষক মাসুদ করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, একতা বহুমুখী প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মো. কাওসার, অভিভাবক সদস্য মোখলেছুর রহমান, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শাহ আলম আবু মৃধা, আমড়াগাছিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিবুল হাসান, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম আল আমিন প্রিন্স প্রমুখ।