ঢাকা , রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ , ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জ ২৪ ঘণ্টায় ধর্ষণের ৪টি অভিযোগ


আপডেট সময় : ২০২৫-০৪-০৮ ২১:০৩:১৭
হবিগঞ্জ ২৪ ঘণ্টায় ধর্ষণের ৪টি অভিযোগ হবিগঞ্জ ২৪ ঘণ্টায় ধর্ষণের ৪টি অভিযোগ

 
লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি 
 
হবিগঞ্জ জেলায় ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণের ৪টি অভিযোগ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল হবিগঞ্জে ২৪ ঘণ্টায় চারটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকাল থেকে মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ভুক্তভোগীদের। তাদের মধ্যে ৫ বছরের শিশু থেকে ২৪ বছরের তরুণীও রয়েছেন।

এসব ঘটনায় এখনও কোনো মামলার খবর পাওয়া যায়নি। সোমবার বিকেলে চুনারুঘাট উপজেলার টিলাগাঁও গ্রামে বাড়ির উঠোনে খেলা করছিল ৫ বছরের এক শিশু। এক সুযোগে তাকে প্রতিবেশি মাহফুজুর রহমান একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এতে শিশুটি মারাত্মক আহত হলে সন্ধ্যায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সময় বাড়িতে শিশুটির মা ও দুই বোন থাকলেও বাবা বাড়ির বাইরে ছিলেন। 
 
ভিকটিমের বাবা বলেন, আমি গাছ কাটার কাজ করি। গতকাল বিকেলে আমার স্ত্রী ফোন করে ঘটনাটি জানায়। পরে দ্রুত আমি বাড়িতে গিয়ে দেখি আমার মেয়ের অবস্থা খুব খারাপ। পরে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাই। একইদিন বানিয়াচং উপজেলায় ১৩ বছরের কিশোরী ও ২৪ বছরের তরুণী এবং শায়েস্তাগঞ্জের ২১ বছরে তরুণীকে ধর্ষণের ঘটনায় হাসপাতালে ভর্তি করা হয়।
 
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোল্লা আবিদুর রেজা বলেন, ‘গতকাল বিকেল থেকে আজ দুপুর পর্যন্ত ধর্ষণের অভিযোগে চারজন হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা তাদের পরীক্ষা নিরীক্ষা করছি। পরে চিকিৎসা দেওয়া হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ