ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে নাশকতার মামলার আসামি সহ গ্রেফতার ৬


আপডেট সময় : ২০২৫-০৪-০৮ ১৯:৩৭:১৯
কাউখালীতে নাশকতার মামলার আসামি সহ গ্রেফতার ৬ কাউখালীতে নাশকতার মামলার আসামি সহ গ্রেফতার ৬

 
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে নাশকতার মামলার আসামীর সহ ছয় জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করে।
 
কাউখালী থানার এস আই দীপক বালার নেতৃত্বে একটি পুলিশ টিম সোমবার (৭ এপ্রিল) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নাশকতার মামলার আসামি উপজেলা সুবিদপুর গ্রামের মজিবর রহমানের ছেলে উপজেলা মৎস্য লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন (৪৮) ও উপজেলার বেকুটিয়া গ্রামের শাখায়াত হোসেনের ছেলে পিরোজপুর জেলা তাঁতী লীগের সদস্য সচিব মিজানুর রহমান (৪৩) গ্রেপ্তার করে।

এছাড়া, কাউখালী থানার এস আই মাসুদ আল মামুনের নেতৃত্বে একটি পুলিশ টিম সোমবার রাতে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের শংকরপুর তালুকদার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ইয়াবা সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত হলো উপজেলার শংকরপুর গ্রামের মহারাজ তালুকদারের ছেলে জুবায়ের আহমেদ (২২), একই এলাকার মোতালেব হালদারের ছেলে মাসুদ রানা (২৫), বরিশাল সদরের দক্ষিণ আলেকান্দা গ্রামের ফরহাদ হোসেনের ছেলে ফেরদৌস হাসান (২০) ও বরিশাল সদরের কাজীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে রিফাত হোসেন (২২) কে গ্রেফতার করা করে।
 
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, থানায় মামলা হয়েছে।গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার পিরোজপুর কোটে প্রেরণ করা হয়েছে। আমাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ