ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় মেঘনার শাখা নদীর থেকে বিপুল পরিমানে জাটকা জব্দ ও আটক - ৫


আপডেট সময় : ২০২৫-০৪-০৮ ১২:৩৩:০৩
হিজলায় মেঘনার শাখা নদীর থেকে বিপুল পরিমানে জাটকা জব্দ ও আটক - ৫ হিজলায় মেঘনার শাখা নদীর থেকে বিপুল পরিমানে জাটকা জব্দ ও আটক - ৫



হিজলা প্রতিনিধিঃ

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনার শাখা নদী ও কালাবদর, নদীর মোহনা বাখরজায় লালবয়া ও মালদ্বীপ এর চরের মাঝামাঝি স্থানে মৎস্য অধিদপ্তর ও উপজেলা আনসার সদস্যদের আভিযানিক দল।

আজ ০৮ মার্চ ভোর ০৫ টার দিকে নিয়মিত টহল দেওয়ার সময়ে ১টি ট্রলারে ১৪ ড্রাম জাটকা আনুমানিক ১৪ মন বহনকারী ট্রলারটি থামানোর জন্য ইশারা করলে জাটকা বহনকারীরা আনসার সদস্যদের উপর অর্তকিত হামলা চালায় এবং ১ জন আনসার সদস্য আহত হন।

আহত আনসার সদস্য মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

০৫ জন কে আটক করা হয়েছে, এবং ১৪ মন জাটকা সহ ট্রলার জব্দ করা হয়েছে ও মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানায় আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার পক্রিকা চলছে।, 




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ