ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভূঞাপুরে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান ও অর্থদণ্ড


আপডেট সময় : ২০২৫-০৪-০৮ ১১:৫৫:৩৬
ভূঞাপুরে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান ও অর্থদণ্ড ভূঞাপুরে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান ও অর্থদণ্ড




মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে যৌথ ভাবে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও থানা পুলিশ সোমবার (৭ এপ্রিল) বিশেষ অভিযান পরিচালনা করে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে এবং ক্যাপটেন সালমান ও থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিমের সহযোগিতায় অভিযানে ভূঞাপুর-তারাকান্দি-ভূঞাপুর-যমুনা সেতু আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধ ভাবে গড়ে তোলা দোকানপাট ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। দীর্ঘদিন যাবৎ ভূঞাপুর-তারাকান্দী ও ভূঞাপুর-যমুনা সেতু সড়কের দুই পাশে যত্রতত্র দোকানপাট নির্মাণ করে রাস্তা দখল এবং যানজটের সৃষ্টি করছে।

এছাড়াও, প্রকাশ্যে ধুমপানের অভিযোগে উপজেলার অলোয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজা মিয়াকে ১ হাজার ও অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে দুলাল ড্রাইভারকে ২ হাজারসহ ৪৭ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম বলেন, মানুষ ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। দোকান মালিকদের বারবার নোটিশ প্রদান করা সত্বেও তারা দোকান সরিয়ে না নেয়ায় এ অভিযান চালানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পপি খাতুন বলেন, জনগনের দাবির প্রেক্ষিতে এবং সরকারি জায়গা দখল করে অবৈধ দোকানপাট তৈরী ও জেলা সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, যা চলমান থাকবে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ