ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইসরায়েলের আগ্রাসন ও গনহত্যা বন্ধে টঙ্গীবাড়ীতে বিক্ষোভ মিছিল


আপডেট সময় : ২০২৫-০৪-০৮ ০১:১১:০০
ইসরায়েলের আগ্রাসন ও গনহত্যা বন্ধে টঙ্গীবাড়ীতে বিক্ষোভ মিছিল ইসরায়েলের আগ্রাসন ও গনহত্যা বন্ধে টঙ্গীবাড়ীতে বিক্ষোভ মিছিল
 
 
 
ফাহাদ মোল্লা
 
নিরিহ নিরস্ত্র ফিলিস্তিনের অসহায় মানুষের উপর
দখলদার ইসরায়েলের আগ্রাসন ও অমানবিক বর্বরোচিত হত্যাকান্ডের বিরুদ্ধে এবং মসজিদুল আকসা পুনরুদ্ধারে ও অত্যাচারীত ফিলিস্তিনের সমর্থনে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
আজ সোমবার ০৭ এপ্রিল বেলা ১২ টায় টঙ্গীবাড়ী উপজেলা মাঠ থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি টঙ্গীবাড়ী বাজার প্রদক্ষিণ শেষে টঙ্গীবাড়ী উপজেলার কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শেষ হয়।
 
টঙ্গীবাড়ী উপজেলার সাধারণ ছাত্র ও মুসলিম জনতা এ প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
 
এসময় উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী সোনারং মহিলা মাদরাসার মুহাদ্দিস মেসবাহউদ্দিন, ছাত্র প্রতিনিধি ফয়সাল সহ বিভিন্ন শ্রেনী পেশার ধর্ম প্রান মুসলিম জনতা।
 
এসময় উপস্থিত বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দখলদার ইসরাইলি সশস্ত্র বাহিনী ফিলিস্তিনের নিরিহ জনগণের ওপর নির্যাতন চালিয়ে আসছে। আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি তারা নির্বিচারে হত্যা করছে নিরীহ মানুষ ফিলিস্তিনের মানবিক বিপর্যয় শুরু হয়ে গেছে । চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরায়েল কে দায়ী করে তারা বলেন ফিলিস্তিনির মুসলিম জনগণের পক্ষে সমগ্র মুসলিম জাহান তথা পুরো পৃথিবীর ঐক্যবদ্ধ হওয়া উচিত
 
পরবর্তী তে মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং ইসরায়েলের পন্য বয়কটের ডাক দেয়া হয়।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ