ঢাকা , শনিবার, ১২ এপ্রিল ২০২৫ , ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ইজরাইলের নৃশংস হামলার প্রতিবাদে রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের মানববন্ধন কর্মসূচি


আপডেট সময় : ২০২৫-০৪-০৮ ০০:৫৫:০৯
ইজরাইলের নৃশংস হামলার প্রতিবাদে রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের মানববন্ধন কর্মসূচি ইজরাইলের নৃশংস হামলার প্রতিবাদে রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের মানববন্ধন কর্মসূচি



 মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে ইজরাইলের নৃশংস আগ্রাসনে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট ভলেন্টিয়ারদের নির্মমভাবে হত্যা এবং নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সোমবার দুপুরে নগরভবনের সামনের সড়কে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের সদস্যবৃন্দ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচিতে ইজরাইলের নৃশংস আগ্রাসনে হত্যার প্ল্যাকার্ড প্রদর্শন করে, তীব্র প্রতিবাদ জানানো হয়। মানববন্ধন শেষে নগরভবন হতে একটি র‌্যালি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরভবনে এসে শেষ হয়।

প্রতিবাদ মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের আজীবন সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, শাহ মখদুম কলেজের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-সহকারী পরিচালক মির্জা শামীম আহসান, যুব প্রধান আলী হোসেন, সিনিয়র যুব সদস্য হৃদয় হাসান তপু, রেড ক্রিসেন্ট যুব কমিটির সদস্য শেখ মোঃ রোহান, রিয়াদ খাঁন রাতুল, শ্রাবন্তী আক্তার, তাওহিদ আহমেদ, শারমিন আরা, বাপ্পাসহ শতাধিক রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবক অংশ নেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ