কুড়িগ্রাম প্রতিনিধিঃ
গাজায় ইসরায়েলী বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বেলা ২ টার দিকে তৌহিদী মুসলিম জনতার আহ্বানে মসজিদুল হুদা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মসজিদুল হুদার সামনে সমাবেশে মিলিত হয়। মিছিলে শিশুর প্রতিকী লাশ প্রদর্শন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, আব্দুল জলিল সরকার, মাওলানা মাসদূর রহমান, সাহাদত বিন সফি, মশিউর রহমান, মাওলানা নুরু ইসলাম, এনামূল হক, জিয়াউর রহমান, শিক্ষার্থী মুকুট মিয়া ও বিধি আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা নির্বিচারে মানুষ হত্যার জন্য ইসরাইলের প্রতি ধিক্কার জানায়। একই সঙ্গে নজিরবিহীন এই হত্যাযজ্ঞ ও আগ্রাসন বন্ধ করতে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহবান করা হয়। এছাড়া ইসরাইলের তৈরি সকল পণ্য বর্জনের ডাক দেয়া হয়।