ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-০৪-০৭ ২৩:৪০:৫৪
​ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল ​ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল




রেজাউল হাসান, বিশেষ প্রতিনিধিঃ

ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ই এপ্রিল সোমবার নগরীর টাউন হল চত্বর থেকে মিছিল শুরু হয়ে সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার, গির্জা মহল্লা ঘুরে সদর রোড এসে শেষ হয়। 

মহানগর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগরীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, হাফেজ মাওলানা আতিকুল্লাহ ও তারিকুল ইসলাম, বরিশাল মহানগর শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম।

এছারা আরও উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ জয়নাল আবেদীন, শামীম কবির, মাওলানা শফিউল্লাহ তালুকদার, জাফর ইকবাল, মহানগর শুরা সদস্য অধ্যাপক আনোয়ার হোসাইন, মোস্তাফিজুর রহমান, বরিশাল মহানগর শিবিরের সেক্রেটার হাসান মাহমুদ, বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। 

সভাপতির বক্তব্যে মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর বলেন, শতাব্দীকাল ব্যাপী ইজরাইল ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এই বারও রমজান মাসে কাপুরুষের মত নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে ৪০০ শতাধিক নারী শিশু হত্যা করেছে। রাসুলুল্লাহ্ (স.) ঘোষিত এই অভিশাপ্ত ইয়াহুদী বাদীরা মানুষ হত্যা করে শত জুলুম চালিয়েও এই পৃথিবীতে টিকতে পারবে না। আমরা বাংলাদেশর দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আহ্বান জানাচ্ছি মুসলিম বিশ্বের সকল নেতৃবৃন্দ এবং বিশেষ করে ওআইসি এ ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুসলিম বিশ্বের দুর্বল নেতৃত্ব ও ওআইসি দায়িত্বশীলদের গাফলতির কারনে গাজার গণহত্যার ব্যাপারে কার্যকর কোন ভূমিকা রাখতে পারছে না। 

তিনি আরও বলেন, আমরা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মাধ্যমে গঠিত বিপ্লবী সরকার জাতিসংঘের প্রস্তাব তুলে ফিলিস্তিনের জনগণের পাশে দাড়াবে, ইজরাইল জন্মলগ্ন থেকে সন্ত্রাসী কর্যক্রম চালিয়ে যাচ্ছে এই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে, এদের এই হত্যাযজ্ঞে চুপ থাকার অর্থই হলো সন্ত্রাসবাদীকে সমর্থন করা। সন্ত্রাসীদের সমর্থন দিয়ে মানবতা রক্ষা করা যায় না, সুতরাং সকল সকল মানবতাবাদী শক্তিকে একত্রিত হয়ে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ