ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​গাজায় হামলার প্রতিবাদে বনপাড়া পৌর বাজারে বিক্ষোভ করেছেন উপজেলা জামায়াত ইসলামী।


আপডেট সময় : ২০২৫-০৪-০৭ ২৩:১৮:৪৯
​গাজায় হামলার প্রতিবাদে বনপাড়া পৌর বাজারে বিক্ষোভ করেছেন উপজেলা জামায়াত ইসলামী। ​গাজায় হামলার প্রতিবাদে বনপাড়া পৌর বাজারে বিক্ষোভ করেছেন উপজেলা জামায়াত ইসলামী।




মোঃ মেহেদী হাসান সরকার বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি।
 
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বনপাড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে বড়াইগ্রাম উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে বনপাড়া বাজারে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। 

সোমবার (৭ এপ্রিল) বিকেলে বনপাড়া বাজার হতে বনপাড়া বাইপাস চত্বর হয়ে পৌর গেটে এসে মিছিলটি বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

নাটোর জেলার সহকারী সেক্রেটারি ও নাটোর -৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম বলেন, গাজাবাসীর ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এই কর্মসূচি আহ্বান করা হয়েছে।

সবার উদ্দেশ্যে তিনি আরো বলেন, অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করছি। একইসাথে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল সেনাবাহিনী কর্তৃক নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা এই প্রতিবাদী বিক্ষোভ থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানাই , সেই সাথে 
আমরা ঈসরাইল পন্য বর্জন করব এবং গাজা বাসী ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো। 

উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় জামায়াত ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ