নিজস্ব প্রতিবেদক,
ইজিবাইক চালক’কে অপহরণপূর্বক হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম প্রধান আসামী লোকমান হোসেন’কে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে র্যাব- সিপিএসসি, গাজীপুর।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ০৩ মার্চ ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৭৪০ ঘটিকার সময় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন গড়গড়িয়া মাষ্টার বাড়ী নামক লেনে ভিকটিম লিটন মিয়া (৩৫) (ইজিবাইক চালক), পিতা- দুলাল মিয়া, গ্রাম-শিবপাশা, থানা-মদন, জেলা- নেত্রকোনা, ইজিবাইক চালানোর সময় পিছন দিক থেকে আসা মিনিবাস এর চালক মোঃ জনি মিয়া(২০)’ উক্ত ইজিবাইকটিকে ধাক্কা দিলে ইজিবাইকটির সামনের গ্লাস ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়।
উক্ত, সময়ে ভিকটিম মিনিবাস এর চালক’কে গ্লাস ভাঙ্গা ও চাপা দেওয়ার কথা জিজ্ঞাসা করলে চালক মোঃ জনি মিয়া (২০), হেলপার- অজ্ঞাতনামা, সুপারভাইজার-ধৃত আসামী মোঃ লোকমান হোসেন (৪২), পিতা- মৃত আইয়ুব আলী, গ্রাম-বামন ডাঙ্গা, থানা-মুকশেদপুর, জেলা-গোপালগঞ্জ’সহ ভিকটিমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জোরপূর্বক ভিকটিম লিটন মিয়া (৩৫)’কে মিনিবাসে উঠিয়ে নিয়ে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন গড়গড়িয়া মাষ্টার বাড়ী নতুন বাজার নামক স্থানে যমুনা টিকেট কাউন্টারের সামনে চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম এর ভাই মোঃ তেীহিদ মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।
উক্ত ঘটনা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পরপরই র্যাব-স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ি ক্যাম্প, ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় গত ০৫ এপ্রিল ২০২৫ তারিখ অপরাহ্ন র্যাব- সিপিএসসি, গাজীপুর এর আভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হত্যা মামলার ০২নং আসামী মোঃ লোকমান হোসেন (৪২), জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় আত্মগোপনে আছে। প্রাপ্ত সংবাদের ভিতিত্তে বর্ণিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ লোকমান হোসেন (৪২), পিতা- মৃত আইয়ুব আলী, গ্রাম-বামন ডাঙ্গা, থানা-মুকশেদপুর, জেলা-গোপালগঞ্জ’কে গ্রেফতার করা হয়। গ্রেতারকৃত আসামীর নিকট হতে ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে গাজীপুর জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।