ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিস্তিনে সন্ত্রাসী বাহিনী ইসরাইলের বর্বর হত্যাকান্ডের প্রতিবাদে বানারীপাড়ায় বিক্ষোভ সমাবেশ


আপডেট সময় : ২০২৫-০৪-০৭ ২০:৫৪:০০
ফিলিস্তিনে সন্ত্রাসী বাহিনী ইসরাইলের বর্বর হত্যাকান্ডের প্রতিবাদে বানারীপাড়ায় বিক্ষোভ সমাবেশ ফিলিস্তিনে সন্ত্রাসী বাহিনী ইসরাইলের বর্বর হত্যাকান্ডের প্রতিবাদে বানারীপাড়ায় বিক্ষোভ সমাবেশ



বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি 

বানারীপাড়ায় ৭ই এপ্রিল ২০২৫, সোমবার সকাল ১০:০০ টায় ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও স্থানীয় তৌহিদি জনতার সম্মিলিত উদ্যোগে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এই মিছিলে অংশগ্রহণকারীরা "দ্যা ওয়ার্ল্ড স্টপ ফর গাজা" শীর্ষক স্লোগান দিয়ে গাজার জনগণের প্রতি সহানুভূতি ও সমর্থন জানিয়ে প্রতিবাদ জানান। বিক্ষোভ মিছিলটি বানারীপাড়া ফেরিঘাট থেকে শুরু হয়ে রায়েরহাট ব্রিজে গিয়ে অবস্থান নেয়।

ছিলের পরে নেতৃবৃন্দের উপস্থিতিতে বক্তব্য ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ একযোগে গাজার জনগণের প্রতি তাদের ভালোবাসা এবং সমর্থন জানিয়ে স্লোগান দিতে থাকেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বানারীপাড়া পৌর শাখার আমির মোঃ কাওসার হোসেন, ইসলামি ছাত্র শিবির বানারীপাড়া থানা শাখার সভাপতি মুহাম্মদ আরিফুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির বানারীপাড়া থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মেহেদী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া পৌর শাখার সভাপতি জননেতা জালিস মাহমুদ মৃধা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার দাওয়াহ সম্পাদক মুহাম্মদ নেয়ামত উল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া থানা শাখার সদ্য সাবেক সভাপতি মুহাম্মদ ওয়ালি উল্লাহ, বর্তমান সভাপতি হাফেজ শামীম হাসান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া থানা শাখার সভাপতি এম আতিকুল ইসলাম ওসমানী, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ গোলাম রাব্বি সহ ইসলামী ছাত্র শিবির ও ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের তাওহীদি জনতা।

বানারীপাড়া পৌর শাখার আমির, মোঃ কাওসার হোসেন তার বক্তব্যে বলেন, 'আজ বিশ্ব মানবতার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে আমাদের প্রতিটি মুসলমানের কাঁধে একটি দায়িত্ব আছে, গাজার মানুষের পাশে দাঁড়ানো। এইখানে আমাদের কোনো দল-মত বা ধর্ম-বর্ণ নেই। মানুষ মাত্রই এই প্রতিবাদ কর্মসূচির অংশীদার। আমরা এসময়ে একতাবদ্ধ হয়ে গাজার শরণার্থীদের ও জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সংকটের সমাধান চাই। এই বিক্ষোভ শুধু প্রতিবাদ নয়, এটি এমন একটি নিদর্শন যে, আমরা সবাই একতাবদ্ধ হয়ে মানবতার পক্ষে কাজ করার জন্য সর্বদা প্রস্তত।'

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া থানা শাখার সভাপতি, এম আতিকুল ইসলাম ওসমানী তার বক্তৃতায় বলেন, "গাজা আজ মানবিক বিপর্যয়ের মুখোমুখি। ফিলিস্তিনের জনগণের উপর যেভাবে হামলা চলছে, তা একেবারে অমানবিক এবং বিশ্বের জন্য লজ্জাজনক। আমরা এই অবস্থায় বিশ্ব নেতাদের কাছে আমাদের দাবি জানাচ্ছি—তাদের যুদ্ধ বন্ধ করুন এবং গাজার জনগণের জন্য শান্তি প্রতিষ্ঠা করুন।"

ইসলামী ছাত্র শিবির বানারীপাড়া থানা শাখার সভাপতি মুহাম্মদ আরিফুল ইসলাম তার বক্তৃতায় বলেন, "গাজা আজ মানবতার সংকটের সম্মুখীন। ফিলিস্তিনের জনগণের উপর আক্রমণ চলছেই, কিন্তু তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম থেমে যাবে না। বিশ্বের মানবাধিকার সংস্থারা আজ কোথায়? যেই মানবাধিকার সংস্থা মানুষকে মানবতা শেখাতে পারেনা, যারা নিজেরাই মানবিক নয়, এমন মানবাধিকার সংগঠন ব্যান করা হোক। আমরা এই বিক্ষোভের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি এবং বিশ্ববাসীকে তাদের প্রতি সহানুভূতি ও সমর্থন জানাতে আহ্বান জানাচ্ছি।"

মিছিল শেষে এক দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে গাজার জনগণের শান্তি ও নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দু'আ করা হয়। নেতৃবৃন্দ উপস্থিত জনগণের কাছে একতাবদ্ধ হয়ে গাজার পরিস্থিতি সমাধানের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান এবং একযোগে ফিলিস্তিনের স্বাধীনতা ও মানবাধিকারের জন্য লড়াই চালানোর প্রতিশ্রুতি দেন।

এভাবে, বানারীপাড়া উপজেলার সাধারণ জনগণ ও নেতৃবৃন্দ একত্রিত হয়ে গাজার প্রতি তাদের দৃঢ় সমর্থন প্রদর্শন করেন এবং বিশ্বকে চেতনাবদ্ধ করার চেষ্টা করেছেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ