ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঐতিহ্যবাহী জুলফিকার আলী ভূট্টো বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৪-০৭ ১৮:৩০:৪৭
ঐতিহ্যবাহী জুলফিকার আলী ভূট্টো বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ঐতিহ্যবাহী জুলফিকার আলী ভূট্টো বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

 
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লার হাট ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জুলফিকার আলী ভূট্টো বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি মোঃ এনামুল হক আলম এর শুভাগমন উপলক্ষে এক হৃদয়ছোঁয়া ফুলেল সংবর্ধনা এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে।
 
সোমবার (৭এপ্রিল) সকালে জুলফিকার আলী ভূট্টো বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শামসুল হক আলম এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এডহক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার, মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক রাজ্জাক সিকদার, জেড. এ. ভূট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রিমন মোল্লা, সমাজসেবক শহীদুল হক শহীদ, অত্র প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ আকন, সাবেক প্রফেসর রুস্তম আলী হাওলাদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে, জেড. এ. ভূট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রিমন মোল্লা তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে আসন্ন ১০ই এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও উত্তম ফলাফলের জন্য শুভকামনা জানান।
 
তিনি আরও বলেন, "ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং থাকবে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল। একইসাথে শিক্ষার আলোয় উদ্ভাসিত হয়ে, বিবেদ ভুলে ঐক্যের পথে সকল নবীন শিক্ষার্থীদের জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকাতলে আহ্বান জানাই।"
 
তিনি ছাত্রসমাজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে কলম হাতে দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে আসার আহ্বান জানান। সন্ত্রাস ও অস্ত্র পরিহার করে শিক্ষার মাধ্যমে আলোকিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
 
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে প্রাণবন্ততা ও প্রেরণার সঞ্চার করে। উপস্থিত সকলেই শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানান। এবছর এই বিদ্যালয় থেকে ৫৩জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহণ করবেন।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ