পটুয়াখালী প্রতিনিধি, মনজুর মোর্শেদ তুহিন
"জন্ম হোক সুরক্ষিত ভবিষ্যৎ হোক আলোকিত" এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ বছরের মূলভাবনা মা ও শিশু স্বাস্থ্য নিয়ে।
৭ এপ্রিল (সোমবার) সকালে পটুয়াখালী সিভিল সার্জন এর আয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সহযোগীতায় পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সেমিনার ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও প্রদর্শনী ও দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রচার করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সারভিলেন্স এন্ড ইমোলাইজেশন মেডিকেল অফিসার ডা. মোঃ আব্দুর রহমান এর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে স্বাস্থ্য উপদেষ্টা জনাব নূরজাহান বেগম বাংলাদেশের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ ইউনুস বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে তার বানীতে যে নির্দেশনা দিয়েছেন এতে বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের স্বাস্থ্য সেবা উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলবে।
সেমিনারে আরো উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা. ভূপেন চন্দ্র মন্ডল, ডা. রাকিব হাসান, পটুয়াখালী বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা. বুলবুল পারভিন সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মী, ইন্টার্নী ডাক্তার, শিক্ষানবীস নার্স, বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে সিভিল সার্জন চত্বরে কর্মকর্তা, কর্মচারী স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীদের নিয়ে একটি রেলি অনুষ্ঠিত হয়।