ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী
চাঁদপুরের ফরিদগঞ্জে পানিতে পড়ে গত দুই দিনের ব্যবধানে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে ফরিদগঞ্জ পৌর এলাকায় কাছিয়াড়া গ্রামের প্রবাসী মোহাম্মদ হারুন বেপারীর শিশু কন্যা মোছাম্মৎ হুমায়রা আক্তার (৩) নিজ বাড়ির পুকুরে পানিতে পড়ে নিহত হয়, নিহত পরিবারের লোকজন অনেক খোঁজা খুঁজির পর পুকুরের পানিতে ভেসে উঠে দেখে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
এর আগের, দিন শনিবার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামের শাহ পরানের শিশু কন্যা আয়েশা আক্তার (২) নামের এক শিশু পুকুরে পানিতে পড়ে মৃত্যু হয়।