ঢাকা , সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার


আপডেট সময় : ২০২৫-০৪-০৭ ০১:৩১:৩২
​গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার ​গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার



মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ মোঃ আব্দুল আলীম (৩৫), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৬ এপ্রিল) বিকাল পৌনে ৪টায় গোদাগাড়ী থানাধীন চব্বিশনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে কাঁকনহাট তদন্তকেন্দ্রের পুলিশ।

এ সময় তার কাছ থেকে ৩ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার মোঃ আব্দুল আলীম, সে গোদাগাড়ী থানাধীন ধর্মহাটা গ্রামের মৃত আইয়ব আলীর ছেলে। রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রফিকুল আলম।

তিনি জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত গোদাগাড়ীর মাদক কারবারি মোঃ আসলাম শেখ (২৮) নামের এক ব্যক্তি পালিয়ে যায়। গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ আব্দুল আলীম ও পলাতক অভিযুক্ত মোঃ আসলাম শেখের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মামলা রয়েছে। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ব্যপারে গ্রেফতার ও পলাতক আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ