ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

​রাজশাহী মহানগরীর কাজলার বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে আমেরিকা প্রবাসী নারীর মৃত্যু


আপডেট সময় : ২০২৫-০৪-০৭ ০১:২৬:০৬
​রাজশাহী মহানগরীর কাজলার বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে আমেরিকা প্রবাসী নারীর মৃত্যু ​রাজশাহী মহানগরীর কাজলার বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে আমেরিকা প্রবাসী নারীর মৃত্যু


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে ফারিহা নাজনীন রিসতা (৩৫) নামের আমেরিকা প্রবাসী এক নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

রোববার (৬ এপ্রিল) বিকেল চারটার দিকে মহানগরীর মতিহার থানার কাজলা ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি,
সেখানকার একটি বিল্ডিংয়ের আটতলা ভবনের ৭তলা থেকে লাফিয়ে পড়েন তিনি। নিহত ফারিহা নাজনীন রিসতা (৩৫)। তিনি এই ভবনের সাততলায় মায়ের সাথে থাকতেন। কয়েক মাস আগে তিনি দেশে আসেন। তবে পুলিশ বলছে ফারিহার মানসিক সমস্যা আছে। ফারিহার বড় বোন ও বাবা প্রবাসী।

মা, ছোট বোন ও ছোট বোনের জামাই রাজশাহী থাকেন। স্থানীয়দের দাবি, বিল্ডিংয়ের আটতলা ভবনের ৭তলা থেকে লাফিয়ে পড়েন ফারিহা নাজনীন রিসতা এবং ঘটনাস্থালেই মারা যান তিনি।

মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক পরিবারের বরাত দিয়ে জানান, ফারিহা বুয়েটে পড়ালেখা শেষ করে আমেরিকা পাড়ি জমান। সেখানে স্বামীর সঙ্গে বসবাস করতেন। সম্প্রতি দেশে এসে মা ও বোনের সঙ্গে রাজশাহী মহানগরীর কাজলা ঘোষপাড়া এলাকায় নিজেদের ফ্লাটে থাকতেন। রোববার বিকালে তিনি ছাদে উঠলে সেখান থেকে ভবনের সামনের সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, ফারিহা মানসিক রোগী ছিলেন। তার চিকিৎসা চলছিল। ছাদ থেকে পড়ে যাওয়ার কারণ অসাবধানতা নাকি অন্যকিছু তা খতিয়ে দেখা হচ্ছে। একইসাথে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ