ভোলায় পিতা নাজিউরের মৃত্যু বার্ষিকীতে দোয়া চাইলেন পার্থ
আপডেট সময় :
২০২৫-০৪-০৭ ০০:২২:৩৩
ভোলায় পিতা নাজিউরের মৃত্যু বার্ষিকীতে দোয়া চাইলেন পার্থ
আশিকুর রহমান শান্ত ভোলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যু বার্ষিকীতে যোগ দিয়ে পিতার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চাইলেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি)র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
রোববার (৬ এপ্রিল) বিকালে ভোলা সদর উকিল পাড়াস্থ শান্ত নীড়ে নাজিউর রহমান এর ১৭ তম মৃত্যু বার্ষিকীতে এ দোয়া ও মোনাজাত অনুষ্টিত হয়।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার পিতা মরহুম নাজিউর রহমান মঞ্জুকে আমি অনেক কাছের থেকে দেখে উপলব্ধি করতে পেড়েছি। আল্লাহ তা আলা মানুষকে ধন সম্পত্তি আর সম্মান দিয়ে পৃথিবীতে পাঠায় জনগনের জন্য নিবেদিত হয়ে কাজ করার জন্য। আমি সন্তুষ্ট তিনি তা উপলব্ধি করতে পেড়েছেন। এতো মানুষের ভালোবাসা তার ছদকায়ে জারিয়া। তার কোনো অহংকার ছিলোনা। আজ তিনি বেঁচে নেই কিন্তু তার আদর্শ ও রাজনৈতিক দর্শন আমাকে অনুপ্রাণিত করে। কাল কেয়ামতের দিন বাবার সাথে যদি দেখা হয় তাহলে বলতে পারবো বাবা পৃথিবীতে তোমার নাম রেখেছি।
গত ১৭ বছর রাজনীতিতে আমরা অনেক কষ্ট করেছি, আগামীতে আমাদের একটি সূ-দিন আসার সম্ভাবনা রয়েছে। আমরা যেনো কেউ অহংকারী হয়ে না উঠি। পরে তিনি সকলের কাছে মরহুম নাজিউর রহমান মঞ্জুর রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।
জেলা বিজেপি'র সভাপতি আমিনুল ইসলাম রতনের ও সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লার সার্বিক তত্ত্বাবধানে মৃত্যু বার্ষিকীতে উপস্থিত ছিলেন, মরহুমের তৃতীয় সন্তান ওয়াসিকুর রহমান অঞ্জন, ভোলা জেলা বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা হারুনুর রশিদ, সাবেক বিচারপতি ফরিদ হোসেন, বিএনপি'র সাবেক জেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, জেলা যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, কবির হোসেন, মফিজুল ইসলাম মিলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানগন।
মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যু বার্ষিকীতে যোগ দিতে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ মা' রেবা রহমানকে সাথে নিয়ে স্ব-পরিবারে শনিবার দুপুরে ঢাকা থেকে লঞ্চ যোগে ভোলায় আসেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স