ঢাকা , সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও কমিটির পরিচিতি সভা


আপডেট সময় : ২০২৫-০৪-০৬ ২২:৪৩:৩১
ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও কমিটির পরিচিতি সভা ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও কমিটির পরিচিতি সভা



মোঃ অপু খান চৌধুরী।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল এবং বিদ্যালয়ের নবনির্বাচিত এডহক কমিটির সদস্যগণকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৬ এপ্রিল (রবিবার) সকাল ১১ ঘটিকায় শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালন সভাপতিত্ব করেন, উক্ত বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কুমিল্লা-৫ আসনের সাবেক এমপি বিশিষ্ট সমাজসেবক দানবীর শিক্ষানুরাগী মজিবুর রহমান মজু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া আড়াইসিদা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আল্লামা আবু বকর সিদ্দিক পীর সাহেব। মিলাদ ও দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী এনামুল হোসেন। অনুষ্ঠানে এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মজিবুর রহমান মজুসহ সকল সদস্যগণকে ফুল দিয়ে বরণ করে নেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, এডহক কমিটির সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহজাহান সাজু, শশীদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির সদস্য আবু সুফিয়ান মিন্টু, উপজেলা যুবদলের নেতা আশিকুর রহমান মিশু, আলহাজ্ব আবু তাহের কলেজের সহকারি অধ্যক্ষ জামাল হোসেন, সরকারি বঙ্গবন্ধু কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠানের সাবেক দাতা সদস্য সাদেক আহমদ এবং আবুল কাশেম মাস্টার, বাগড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন, শশীদল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি মোঃ হানিফ, আজীবন দাতা সদস্য আখতারুজ্জামান জুমমান, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, এসএসসি ২০২৫ ব্যচের শিক্ষার্থী বাবলু খন্দকার। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব আল্লামা আবু বক্কর সিদ্দিক পীর সাহেব। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ