ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দেশীয় অস্ত্রসহ ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার করেছেন র‌্যাব-

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৪-০৬ ২০:৪২:৩৮
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দেশীয় অস্ত্রসহ ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার করেছেন র‌্যাব- রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দেশীয় অস্ত্রসহ ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার করেছেন র‌্যাব-


নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দেশীয় অস্ত্রসহ ০৩ জন ছিনতাইকারী র‌্যাব- কর্তৃক গ্রেফতার।

অদ্য ০৬/০৪/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১২.৩০ ঘটিকায় র‌্যাব- সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্প এর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের নাম ১। মোঃ সাকিব (১৯), পিতা- এটিএম মোস্তফা, সাং- শাহী মসজিদ সংলগ্ন, রসুলপুর, ২। মোঃ রাসেল শেখ (২৪), পিতা- মোঃ দিনাজ শেখ, সাং- দোলাইপার বাজার ও ৩। মোঃ রিয়াদ হোসেন লাবু (১৯), পিতা- মোঃ আব্দুর রব, সাং- দোলাইপাড় পুকুরপাড় মসজিদ সংলগ্ন, সর্ব থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১ টি হাসুয়া, ০১ টি স্টীলের তৈরি নাকল, ০১ টি মোটরসাইকেল, ০৩ টি স্মার্টফোন, ০১ টি পাওয়ার ব্যাংক ও নগদ ৮১৫/- (আটশত পনেরো) টাকা জব্দ করা হয়।


প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামীগণ বেশ কিছুদিন যাবৎ রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্ণালংকার ও স্মার্টফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে উল্লেখিত সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে র‌্যাব-১০ তার নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখবে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছিনতাই মামলা রুজু করতঃ হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।






 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ