কচুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন
আপডেট সময় :
২০২৫-০৪-০৬ ১৮:২৯:৪৯
কচুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন
উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।
তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস- ২০২৫ উপলক্ষে সংক্ষিপ্ত রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ এপ্রিল দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কচুয়া উপজেলা চত্বর এর সামনে থেকে একটি সংক্ষিপ্ত রেলী শেষে সংক্ষেপে আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কচুয়া উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, যুব উন্নয়ন অফিসার আকবর আলি হাওলাদার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ রায়হান হোসেন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো: মোয়াজ্জেম হোসেন রাসেল, তথ্য কর্মকর্তা বিজয়া লোপা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত সচিব প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স