ঢাকা , মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ , ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নীলফামারী জেলার ডিমলা থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৪-০৬ ১৮:০৮:৪৭
নীলফামারী জেলার ডিমলা থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব- নীলফামারী জেলার ডিমলা থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-



নিজস্ব প্রতিবেদক​

নীলফামারী জেলার ডিমলা থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-

‘বাংলাদেশ আমার অহংকার‘- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।


উল্লেখ্য যে, গত ২৭মার্চ, ২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ২০০০ ঘটিকার সময় বাদীর মেয়ে (ভিকটিম) পিকনিক শেষে তার নিজ বাড়ী ফেরার পথে নীলফামারী জেলার ডিমলা থানাধীন তুহিন বাজার হতে কাঁকড়া বাজারগামী পাঁকা রাস্তার উপর থেকে এজাহারনামীয় পলাতক আসামী ১। মোঃ লেবু রহমান (৪০) ভিকটিমকে সুকৌশলে জোরপূর্বক অপহরণ করে একটি অজ্ঞাতনামা বাড়ীতে নিয়ে যায় এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়ে একাধিকবার তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। 

পরবর্তীতে ভিকটিম উক্ত বিষয়টি বাদীকে জানালে, বাদী নীলফামারী জেলার ডিমলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ঘটনাটিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে তা র‌্যাব- সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে উক্ত মামলার আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামীকে গ্রেফতারের তৎপরতা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ইং ০৫ এপ্রিল ২০২৫ তারিখ ১৩৫৫ ঘটিকার সময় সিপিসি-২, নীলফামারী, র‌্যাব-১৩ এর আভিযানিক দল নীলফামারী জেলার জলঢাকা থানাধীন বালাগ্রাম বাজারে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় পলাতক আসামী ১। মোঃ লেবু রহমান (৪০), পিতা- মো: নবাব উদ্দিন, সাং-সাতজান (৭ নং ওয়ার্ড), থানা-ডিমলা, জেলা-নীলফামারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
  
পরবর্তী কার্যক্রমের জন্য আসামীকে নীলফামারী জেলার ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ