আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
মোঃ সোহাগ বিশেষ প্রতিনিধি:
বরগুনার আমতলীতে ভোগ দখলীয় দোকান মালিককে পিটিয়ে, হামলা ও লুট চালিয়ে দোকান থেকে নগদ অর্থ ও দখলের অভিযোগে ভুক্তভোগী এক নারী আমতলী থানায় একটি মামলা করেন। ঘটনাটি ঘটেআমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুরা বাজারে। ভুক্তভোগী আল-আমীন প্যাদার মা রওশনা আরা বেগম ৫ জন আরও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের টেপুরা বাজারে তার ছেলে আল-আমীন প্যাদা দীর্ঘদিন যাবত তার নিজস্ব দোকানে ব্যবসা পরিচালনা করে আসছে। ঈদের পরের দিন দুপুর ১২ টার দিকে নুর-ইসমাইল গাজী ও হাবিবুর হাওলাদার, রাজ্জাজ গাজী, নুর জামাল প্যাদা, আনসার প্যাদাসহ সাথে আর কিছু সংক লোক নিয়া আল আমিন ও তার বাবা কিতাব আলী প্যাদার উপর দা, লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা করে।
সে সুত্র ধরে বাজারের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে জোর করে দখল, হামলা ও দোকান থেকে নগদ অর্থ লুট করে নেয়ার অভিযোগ করেন। ব্যাবসায়ী আল-আমিন প্যাদা দোকান লুট ও হামলায় বাধা দিলে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। দোকানে থাকা নগদ অর্থ ৮০ হাজার টাকা, লুট হওয়া মালামালের আনুমানিক ১ লক্ষ ২০ হাজার ও আসবাবপত্র ভাংচুরের ক্ষতি প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করেন। গুরুতর আহত আল-আমিনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
এ ঘটনায় আহত আল-আমীনের বাবা কেতাব আলী প্যাদা প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, তাদের দু'পক্ষের দুটি পৃথক মামলা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স