ঢাকা , রবিবার, ০৬ এপ্রিল ২০২৫ , ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

খোকসায় ধর্ষণের শিকার শিশুর ঘরে আগুন, আটক-০১


আপডেট সময় : ২০২৫-০৪-০৬ ০২:৪২:৫৪
খোকসায় ধর্ষণের শিকার শিশুর ঘরে আগুন, আটক-০১ খোকসায় ধর্ষণের শিকার শিশুর ঘরে আগুন, আটক-০১








রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার খোকসায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে আফজাল কাজী কর্তৃক ধর্ষণের শিকার সেই আট বছরের শিশুর বসতঘর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধর্ষণ মামলায় গ্রেপ্তারকৃত আফজাল কাজীর ছেলে তারেক কাজীকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৫ এপ্রিল) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম। 

জানা গেছে,
শুক্রবার গভীর রাতে আকস্মিক আগুনে পুড়ে যায় মাথা গোঁজার একমাত্র টিনের ঘরটি। সে সময় ওই শিশু ও তার মা অন্যত্র ছিলেন। অন্য এক বোন ছিল নানাবাড়ি। আর ছোট বোন ছিল চাচার ঘরে।

শনিবার সন্ধ্যার পর উপজেলার গোপগ্রাম ইউনিয়নে গিয়ে ধর্ষণের শিকার আট বছরের শিশু ও তার মাকে বাড়িতে পাওয়া যায়নি। তবে কোথায় রয়েছে, এ বিষয়ে পরিবারের কেউ মুখ খোলেনি।

দেখা গেছে, মাথা গোঁজার একমাত্র ঘর ও পাশের রান্নাঘরটি পুড়ে গেছে। কিছু বাঁশের খুঁটি দাঁড়িয়ে রয়েছে। ঘরে বিছানা-বালিশ আংশিক পোড়া অবস্থায় পড়ে রয়েছে।

শিশুটির চাচা বলেন, কয়েক দিন ব্যস্ত থাকায় শুক্রবার সন্ধ্যায় ঘুমিয়ে পড়েন। পরে লোজনের চিৎকারে তিনি জেগে দেখেন তাঁর ভাইয়ের ঘরে আগুন।

ওই ওয়ার্ডের মেম্বার জানান, কেউ আগুন ধরিয়ে দিয়েছে। তা ছাড়া ওই বাড়িতে গভীর রাতে আগুন লাগবে কী করে। তিনি ওই শিশু ধর্ষণের বিচার দাবি করেন।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে।


এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনা শোনার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্ত আফজাল কাজীকে গ্রেপ্তার করা হয়। শিশুটির ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। হঠাৎ করে ওই বাড়িতে আগুন দেওয়া হয়েছে। শোনামাত্র জড়িত থাকার অভিযোগে তারেক কাজী নামের এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তিনি ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার একমাত্র আসামি আফজাল কাজীর ছেলে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ