রাজশাহীর পবায় বাসের ধাক্কায় অটোরিকশার নারী যাত্রীর মৃত্যু, আহত ৪ শিশু
আপডেট সময় :
২০২৫-০৪-০৬ ০০:৫৫:১৬
রাজশাহীর পবায় বাসের ধাক্কায় অটোরিকশার নারী যাত্রীর মৃত্যু, আহত ৪ শিশু
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে বাসের ধাক্কায় অটোরিকশার এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে।
এ সময় গুরুতর আহত হয়েছেন শিশুসহ চারজন। শনিবার দুপুরে রাজশাহীর পবা উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের হরিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন (২৫) গোদাগাড়ী উপজেলার হুজরাপুর এলাকার শামীম হোসেনের মেয়ে। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন।
আরএমপির দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহতদের সংকটাপন্ন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি ঘটনাস্থলে ফেলে বাসের চালক এবং তার সহযোগীরা পালিয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স